জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি iজেনারেল এস এম মুনীর (লাবলু)। শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল সদস্যের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে ডেপুটি অ্যাটর্নী জেনারেল আসাদুজ্জামান মনির, ওয়ারেস আল হারুনী, মো.মনিরুল ইসলাম, মো.গিয়াস উদ্দিন, একেএম আমিন উদ্দিন মানিক, কাজী শাহানা, শামসাদ বানু, এড.কাজী এখলাছুর রহমান লামু, ব্যারিষ্টার শেখ মাহামুদ হাসান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো.সোলায়মান বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সরদার আহমেদ নওশের (মিটু সরদার), জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব এড. মো.জুলকদর রহমান, এড.আবুল কালাম আজাদ সহ ঢাকা ও গোপালগঞ্জের অন্যান্য আইনজীবীগণ উপস্থিত ছিলেন।
পরে তিনি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এরপরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর সমাধি সৌধ প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।