মনোরম পরিবেশে রুচিশীল খাবার পরিবেশনের প্রত্যয় নিয়ে সাতক্ষীরায় আরিবা এণ্টার প্রাইজের যাত্রা হয়েছে। বৃহস্পতিবার পহেলা অক্টোবর বাদ আছর সাদরের এসপি বাংলোর মোড়ে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার পেনেল মেয়র ও ৯নং ওয়ার্ড কাউস্নিলর শেখ শফিক উদ দৌলা সাগর।
প্রতিষ্ঠানের প্রোঃ আতাউর রহমান জানান আমার প্রতিষ্ঠানে উন্নত মানের সুস্বাদু আইসক্রিম, কফি, চা ও রুচি সম্মত ফাস্টফুড, ফুচকা, চটপটি, বিভিন্ন ধরনের ফলের রস সহ বাহারি ধরনের খাবার সুলভ মূল্যে ক্রেতা সাধারনের মধ্যে সরবারাহ করা হবে। এই সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রফিকুল ইসলাম, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক অতিয়ার রহমান, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ আজিবার রহমান, শেফা ডয়াগনষ্টিক এর স্বত্বাধিকারী সিদ্দিকুর রহামান, অবসর প্রাপ্ত সেনাবাহিনী সার্জন শহিদুল ইসলাম, আছাদ ষ্টোরের স্বত্বাধিকারী ও মার্কেট মালিক আছাদুল ইসলাম সহ আরও অনেকে। উক্ত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের পরিচালনা করেন পলাশপোল আহছানিয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রেজাউল ইসলাম।