ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের শ্রীপুরে আর এ কে সিরামিকস এর পাশে কভার্ড ভ্যানের ধাক্কায় রিক্সা আরোহী কাজল মিয়ার (৪৫) মৃত্যু হয়। গুরুতর আহত হয় আরো ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের নয়নপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাজল মিয়া ময়মনসিংহের গৌরীপুর থানার ধরুয়া আটপাড়া গ্রামের মৃত মিরাজ উদ্দিন এর ছেলে।
মাওনা হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মোঃ শিবলু মিয়া জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আর এ কে সিরামিকস এর পাশে রাস্তা দিয়ে পায়ে চালিত রিক্সায় চড়ে মহাসড়কে ওঠার সময় ময়মনসিংহ গামী একটি কভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাজল মিয়ার মৃত্যু হয়। এসময় আহত হয় আরো ৩জন। আহত ৩জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । চালক সহ কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়।