গোপালগঞ্জে সদ্য মাতৃহারা শিশু রোহান দাসকে গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে এক লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২০) সকালে জেলা প্রশাসক শাহিদা সুলতানা নিজে উপস্থিত থেকে অনুদানের এ চেক রোহান দাসের পরম আত্মীয় ডাঃ অনুপ কুমার মজুমদারের হাতে তুলে দেন।
উল্লেখ্য, ৫ মাসের শিশু রোহান দাসের প্রয়াত মা (মেডিকেল টেকনোলজিস্ট) সুস্মিতা মজুমদার ইভা গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে কারিগরি প্রশিক্ষণ নিতে গিয়ে ৬ তলা থেকে গত ৫ সেপ্টেম্বর পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় সুস্মিতা মজুমদারের রেখে যাওয়া ৫ মাসের শিশু রোহানের নিরাপদ ভবিষ্যৎ চিন্তা করে এক লক্ষ টাকা অনুদান দেয় গোপালগঞ্জ জেলা প্রশাসন।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ সিভিল সার্জন ডাক্তার নিয়াজ মোহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহীদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মিন্টু বিশ্বাস সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।