স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় জন্মশত বার্ষিকীতে “মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” এই শ্লোগানকে সামনে রেখে এলজিইডি গোপালগঞ্জ অক্টোবর মাস রক্ষণাবেক্ষণ মাস হিসেবে উদযাপনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২০) সকাল সাড়ে ১১ টায় গোপালগঞ্জের ৫টি উপজেলাসহ জেলাএলজিইডি অফিস চত্বরে এক র্যালির আয়োজন করে জেলা এলজিইডি অফিস।
মূলত গ্রামীণ সড়ক এবং সড়ক অবকাঠামো ও ক্ষয়ক্ষতির হার কমিয়ে সড়কের স্থায়িত্বকাল বৃদ্ধি করা, গ্রামীণ সড়কে যানবাহন চলাচল নিরাপদ করা, সড়ক ব্যবহারকারীদের রক্ষণাবেক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করা, এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদেরকে তাৎক্ষণিকভাবে সড়ক সংস্কার কাজ চালুর জন্য উদ্বুদ্ধ করা, সড়ক রক্ষণাবেক্ষণ বরাদ্দকৃত অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এ সকল উদ্দেশ্য নিয়ে এবং গোপালগঞ্জ জেলার পাঁচটি উপজেলায় রক্ষণাবেক্ষণের জন্য গৃহীত সড়কের দৈর্ঘ্য ৫৯ কিলোমিটার, অফ-পেভমেন্ট রক্ষণাবেক্ষণের জন্য নিযুক্ত মেইনটেনেন্স ক্রুর (দুস্থ মহিলা কর্মী) সংখ্যা ২১০ জন এবং এর মাধ্যমে রক্ষণাবেক্ষণের জন্য গৃহীত সড়কের দৈর্ঘ্য ২১৪ কিলোমিটার রক্ষণাবেক্ষণের লক্ষ্যমাত্রা ও গৃহীত পদক্ষেপ নিয়ে এ কার্যক্রম শুরু করা হয়েছে।
গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম।
এ সময় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে অন্যদের মধ্যে সিনিয়র সহকারী প্রকৌশলী সরদার ইকরামুল কবির, সদর উপজেলা প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম, এলজিইডির অন্যান্য অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ ও এলসিএস সদস্যগণ সহ এলাকাার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।