সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর হাটখোলা জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু।
বুধবার দুপুরে চেক প্রদানকালে সৈয়দ আমিনুর রহমান বাবু বলেন, মমতাময়ী নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নয়নে কাজ অব্যাহত রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার সপ্ন দেখেছিলেন সেই সপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাতক্ষীরায় আমার নির্বাচনী এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ সোনার বাংলা গড়ার লক্ষ্য সকল উন্নয়নের কাজ অব্যাহত রেখেছি। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য মো. মহিতুর রহমান, মিসেস রোজিনা কাটু, মসজিদের ইমাম প্রমুখ।