মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নলতায় রমজানকে সামনে রেখে খাদ্য সামগ্রী ও কাপড় প্রদান করলেন জাহিদুল হক মাদারীপুরের শিবচরে বাস দুর্ঘটনায় নিহত দেবহাটার নওশের আলীর দাফন সম্পন্ন তালায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী তালার সাবেক পোষ্ট মাষ্টার সুধীন ও এলিটকে গ্রেপ্তার করে টাকা ফেরতের দাবি গ্রাহকদের সাংবাদিকদের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং তালায় একইদিনে ৪জনের বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ কলারোয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা।। আসন্ন রমজান মাস উপলক্ষে ব্যবসায়ীদের সতর্ক করণ ভোমরা বন্দরে পেঁয়াজ মজুত, দ্বিতীয় দিনের অভিযান (ভিডিওসহ) কালিগঞ্জে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় অনুষ্ঠিত সন্তানকে মানুষের মত মানুষ করতে মায়ের ভূমিকা সঠিকভাবে পালন করতে হবে-ইউএনও রহিমা সুলতানা বুশরা

আশাশুনির আনুলিয়া ইউপি চেয়ারম্যান লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৩৪২ বার পড়া হয়েছে

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে সম্পদের পাহাড় গড়ে তোলায় সাতক্ষীরার আশাশুনির আনুলিয়ার ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ভুক্তভোগি এলাকাবাসী।

বুধবার বেলা ১১টায় আনুলিয়া ইউনিয়নের একসরা বাজারে এই কর্মসূচি পালিত হয়। পুলিশি বাধা উপেক্ষা করে প্রায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে সহাস্রাধিক এলাকাবাসী অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আশাশুনির বিছট গ্রামের রশিদুল আলমের ছেলে ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলমগীর আলম লিটন ২০১১ ও ২০১৬ সালে ইউপি চেয়ারম্যান নিবার্চিত হওয়ার পর থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারের কোটি কোটি টাকা আত্মসাৎ করে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। অবৈধভাবে উপার্জিত টাকা দিয়ে সাতক্ষীরা শহরের সুলতানপুরে গড়ে তুলেছেন আলিশান চারতলা বাড়ি। পাশেই কিনেছেন আরো একটি প্লট। বিছট গ্রামে পাউবা’র জায়গা দখল করে পিতার নামে বানিয়েছেন দোতালা বাড়ি। অবৈধভাবে উপার্জিত অর্থ ব্যয় করে এলাকায় গড়ে তুলেছেন একটি সস্ত্রাসী বাহিনী। তার এই সস্ত্রাসী বাহিনীর ভয়ে এলাকার সাধারণ মানুষ সব সময় ভীতস্ত্রস্ত হয়ে থাকে। ফলে কেউ তার এসব অপরাধের প্রতিবাদ করতে সাহস পায়না। তার বিরুদ্ধে কেউ মুখ খুললে সস্ত্রাসী বাহিনী দিয়ে তাকে মারপিট কর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়।

বক্তারা আরো বলেন, ইউনিয়ন পরিষদের অধীনে কর্মসৃজন কর্মসূচি প্রকল্প, কাবিটা, কাবিখা, এলজি, এসপি, এডিপিসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনগোষ্টির আত্মসামাজিক উন্নয়নের লক্ষে বর্তমান সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছেন। কিন্তু চেয়ারম্যান লিটন দায়িত্বপ্রাপ্ত অসাধু সরকারি কর্মচারীদের যোগসাজসে উল্লেখিত প্রকল্পের টাকা কাজ না করে নিজেই আত্মসাৎ করেছেন। ইউপি সদস্য জিয়ারুল, শওকত সানা, ভূয়া ইউপি সদস্য আলম হাসন, সফিকুল ইসলাম মুকুল ও তার স্ত্রী ভূয়া ইউপি সদস্য নার্গিস সুলতানার সহযোগিতায় তিনি সরকারি বরাদ্দের এসব টাকা কাজ না করে নিজে আত্মসাৎ করেছেন। একই স্থানে ভিন্ন নামে একাধিকবার প্রকল্প দেখিয়ে, কখনো ভাল জায়গায় প্রকল্প দেখিয়ে বরাদ্দ নিয়ে টাকা তুলে নিয়েছেন। কর্মসৃজনের শ্রমিক দিয়ে মাটির কাজ করে একই স্থানে এলজিএসপির প্রকল্প দেখিয়ে টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। এভাবে সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের মাধ্যমে নিজে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন লিটন। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, চেয়াম্যান লিটন নিজে ব্যার্থ হয়ে জনগণের স্বতস্ফুর্ত অংশগ্রহণের এই মানববন্ধন কর্মসুচি পুলিশ দিয়ে বানচাল করার চেষ্টা করেছিল। নিজের অপরাধ ঢাকতে সে পুলিশ দিয়ে জনগণের কন্ঠরোধ করার চেষ্টা করেছে। কিন্তু সকল বাধা উপেক্ষা করে আনুলিয়ার সাধারণ জনগণ অত্যাচারী চেয়ারম্যান লিটনের বিরুদ্ধে এক হয়ে মানববন্ধনে অংশ গ্রহণ করেছে। বক্তারা দূর্নীতিবাজ আনুলিয়া ইউপি চেয়ারম্যান লিটন ও তার সহযোগিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে দুর্নীতি দমন কমিশন, সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। পরে তারা ডাকযোগে প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপিও প্রদান করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আনুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সানা, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, ইউনিয়ন যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১ পূর্বাহ্ণ
  • ১২:১০ অপরাহ্ণ
  • ১৬:২৭ অপরাহ্ণ
  • ১৮:১৩ অপরাহ্ণ
  • ১৯:২৬ অপরাহ্ণ
  • ৬:০৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!