ভারতে পাচারের সময় সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত এলাকা থেকে ১০ টি স্বর্ণের বার (১ কেজি ৫শ ৭০ গ্রাম) সহ চোরাকারবারি সব্বির হোসেন নামের এক যুবককে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (২৯সেপ্টেম্বর ২০২০) সকালে বৈকারী বিত্তপি’র টহল কমান্ডার সুবেদার শ্রী অনিত কুমার কুন্ডুর নেতৃত্বে একটি টহল দল এই স্বর্নসহ ওই যুবককে আটক করে।
আটকৃত যুবকের নাম সাব্বির হোসেন (১৮) সে সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘোারিয়া এলাকার হারুন অর-রশিদের ছেলে।
বিজিবির ৩৩ ব্যাটেলিয়ন অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, সীমান্তের মেইন পিলার ৭/৪৯-এস এর কাছে বাংলাদেশের ১৫০ গজ অভ্যন্তরে এই স্বর্ন ও পাওয়া যায়।
তিনি জানান, স্বর্ণের বাজার মূল্য ৯৭ লক্ষ ৩ হাজার ২শ ২৭ টাকা ও ওই যুবকের ব্যবহারিত সুজুকি মোটর সাইকেলটির বর্তমান বাজার মূল্য ২ লক্ষ ৮০ হাজার টাকা। তিনি আরো জানান একটি সুজুকি বাইক সহ একজন চোরাকারবারি যুবককে কে আটক করা হয়েছে।