সিলেট এমসি কলেজ স্বামীকে অন্য রুমে আটক রেখে স্ত্রীকে গণধর্ষনের প্রতিবাদ ও ছাত্রলীগের ধর্ষনকারীদের ফাঁসির দাবীতে সাতক্ষীরা জেলা বিএনপি’র উদ্যোগে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
সোমবার দুপুরে শহরের সঙ্গীতা মোড় সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে উক্ত মানববন্ধন কর্মসুচ পালিত হয়। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা রফিকুল আলম বাবু, তোজাম্মেল হোসেন তোজাম, কামরুজ্জামান ভুট্টা, আইনুল ইসলাম নান্টাসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা এ সময় সিলেট এমসি কলেজে স্বামীকে অন্য রুমে আটক রেখে স্ত্রীকে গণধর্ষনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে তারা এ ঘটনায় জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীদের ফাঁসির দাবী জানান।