বিশ্ব শান্তির অগ্রদূত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম শুভ জন্মদিন উপলক্ষে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২০) দুপুর ২ টায় সাতক্ষীরা পৌরসভার আয়োজনে পৌর কাউন্সিলরদের কার্যালয়ে পৌরসভার ০২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা’র সভাপতিত্বে কেক কাটা, দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌরসভার ০৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, ০৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, ০৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ০৫নং ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর রহমান শাহীন ও সাতক্ষীরা পৌরসভার সচিব মো. সাইফুল ইসলাম বিশ্বাস প্রমুখ। এসময় সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌরসভা মসজিদের ইমাম হাফেজ মাওলানা আনাছ আব্দুল্লাহ।