শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপদ খাবার পানি এখন সময়ের দাবী সাতক্ষীরা পিবিএস’র জিএম জিয়াউর রহমানের পিতার ৪র্থ মৃত্যু বার্ষিকী আজ তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সমর্থনে কর্মি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজ শিক্ষক সহ আটক-৩  পরিস্কার পরিচ্ছন্নতার অভাবে সাতক্ষীরার প্রান সায়ের খাল মশা উৎপাদনের খামারে পরিণত কালিগঞ্জে আইন শৃঙ্খলা, চোরাচালান ও মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে বাল্যবিয়ে বন্ধের দাবিতে গণজমায়েত কালিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ন‌ওয়াবেকী ও হরিনগর বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের মনিটরিং আশাশুনিতে চেউটিয়া খাল উন্মুক্ত করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা কটুক্তি ও অশালীন বক্তব্যের পাল্টা প্রতিবাদ সমাবেশ

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ১৯৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জর্জকোর্টের পিপি আব্দুল লতিফসহ স্থানীয় ৩ জন সংসদ সদস্য ও রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা, কটুক্তি ও অশালীন বক্তব্যের বিরুদ্ধে আইনজীবীদের পাল্টা প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি এ্যাড. হায়দার আলীর সভাপতিত্বে সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা জজকোর্টের শহীদ মিনার পাদদেশে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে সাতক্ষীরা জজকোর্টের পিপি (পাবলকি প্রসকিউিটর) এ্যাড. আব্দুল লতিফ বলেন, ২০১৭ সালে আপনার ভুলের কারণে প্রধানমন্ত্রীর গাড়ী বহরে হামলার মামলা আজ হাইকোর্টে স্টে আছে। আমি যদি বেঁচে থাকি ইনশাল্লা এর শেষ দেখে ছাড়ব।
তিনজন এমপি সহ পিপি, জিপি, স্পেশাল পিপিদের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিয়ে সমাবেশ করায় ক্ষোভের সাথে এর প্রতিবাদ করেন তিনি আরও বলেন, আজ আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। কিছু বহিরাগতরা আওয়ামী লীগে প্রবেশ করে আমাদের দলকে বিভক্ত করে দিচ্ছে। কিছু কুচক্রী মহল ও ব্যাক্তি তাদেরকে ব্যবহার করছে। সরকার এই সাতক্ষীরা আইনজীবী সমিতিতে সীমাবদ্ধ নয়। আমরা ক্ষতিকর নই। তোমরা দেশের জন্য সাতক্ষীরার জন্য ক্ষতিকর। আমি যখন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদকে সংগঠিত করছি।

আজহারের বিষয়ে সাতক্ষীরা জেলা সহ পুরো বাংলাদেশ জানে। আপনারা যদি প্রমান করতে পারেন আমি কারও কাছ থেকে টাকা নিয়েছি তাহলে আমি দেশ ছেড়ে চলে যাব। তোমাদের সকল দুর্নীতির ফিরিস্তি আমার কাছে। আমাদের দলের মধ্যে বিভেদ সৃষ্টিকারি তোমরা সাবধান হয়ে যাও। আমি তোমাদের এই মিথ্যা বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তোমরা আমাদের প্রতিপক্ষ ভেবে আমাদের বলতে পার। কিন্তু সাতক্ষীরা তিনজন মাননীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে কিভাবে বল? তোমরা কি সাতক্ষীরায় তাদের অবদান সম্পর্কে জান? তোমরা কি রাজনীতি কর? তোমরা কীভাবে জানবে? তোমরা তো অনুপ্রবেশ কারী। যারা আমাদের সাতক্ষীরা জেলার উন্নয়নের কারিগর। তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ তোমরা দাও কীভাবে? আমার বিরুদ্ধে বলার কারণ নাশকতা মামলায় ১৩৬টি মামলায় আমি সক্রীয়। আমার কাছে খবর আছে যখন নাশকতার মামলায় আমি লড়ছি তখন তোমাদের টনক নড়েছে। সাহেদ কতগুলো জামাতের মামলা করে তার ফিরিস্তি আমার কাছে। তবে যত বাধাই আসুক, নাশকতার মামলার শেষ দেখে ছাড়বে।

প্রতিবাদ সভায় সিনিয়র আইনজীবী এ্যডিশনাল পিপি এ্যাড. মিজানুর রহমান বলেন, তারা ৫-৬ জন মিলে যে প্রতিবাদ সমাবেশ করেছে তা ভিত্তিহীন। কোন রকম প্রমান ছাড়া হুট করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে তারা মিথ্যা বক্তব্য দিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে। আমরা এ ধরণের ন্যাক্কার জনক প্রতিবাদ সভার প্রতিবাদ জানাই।

আইনজীবী ও স্পেশাল পিপি এস এম জহুরুল হায়দার প্রতিবাদ সভায় বলেন, আজকের এই দিনে আমাদের প্রতিবাদ সমাবেশ করার কথা নয়। আজ আমাদের প্রিয় নেত্রীর জন্মদিন। সেই সাথে এ্যাটর্নী জেনারেল মাহবুবে আলম আমাদের ছেড়ে গেছেন। ঠিক এমন সময়ই আমাদের প্রতিবাদ সমাবেশ। আপনারা পিছন থেকে মিথ্যা কথা বলে উষ্কানি দেন। সামনে এসে কথা বলুন। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আমরা পিছন থেকে কথা বলতে পছন্দ করিনা। সামনে এসে প্রতিবাদ করুন। আমাদের তিন অভিভাবকের নামে আপনারা মিথ্যা কলঙ্ক লেপন করেছেন। এ্যাডভোকেট লতিফ সাহেবের সাথে আমরা সব সময় ঘোরাফেরা করি। তিনি একটি টাকা ঘুষ নিয়েছেন এমন কোন কথা আমরা শুনিনি। আমরা দুইবারের জন্য পিপি হয়েছি। আপনারা যদি একটি প্রমাণ দিতে পারেন আমরা ঘুষ নিয়েছি। তাহলে আমরা এখান থেকে চলে যাব। আমি আপনাদের একটি কথা বলব আপনারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে আসেন। আপনারা আওয়ামী লীগের লোক হয়ে মিরজাফরের মত কাজ করবেন না।

উল্লেখ্য, গতকাল রবিবার সাতক্ষীরায় পিপি’র পদত্যাগের দাবিতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার ব্যানারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:২৮ অপরাহ্ণ
  • ১৮:১৫ অপরাহ্ণ
  • ১৯:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!