বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ঐতিহ্যবাহী পাটগাতী বাজারের ত্রি-বার্ষিক বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২০) সকাল ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উক্ত নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীকে মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মোটরসাইকেল প্রতীকে নির্বাচিত হয়েছেন মইনুল ইসলাম অপু।
বনিক সমিতির নির্বাচন কমিশনের সমন্বয়কারী রেজাউল হক বিশ্বাস জানান, সিনিয়র সহ-সভাপতি পদে ইমরান শেখ, সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ পদে মাওলানা মুফতি মারফুদুর রহমান, প্রচার সম্পাদক পদে রবিউল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুকুল শেখ বিজয়ী হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক মইনুল ইসলাম অপু গণমাধ্যমকে বলেন, নির্বাচনে জয়-পরাজয় রয়েছে। এসব বিবেচনা না করে সকলে মিলেমিশে পাটগাতি বাজার বণিক সমিতির সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে চাই। আর এ ব্যাপারে দু’জনই সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।