গাজীপুর মহানগরের কোনাবাড়ী জরুন এলাকায় আগামী ২৮ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মহানগরের ০৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে বাদ আসর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অত্র ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ হুমায়ূন কবির খানের সভাপতিত্বে আওয়ামীলীগ নেতা আনোয়ার মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন অত্র ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা হাজী মোঃ সেলিম, মোঃ জয়নুদ্দিন (জনু), অত্র ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি মোঃ মোসলেম উদ্দিন, কৃষকলীগের সভাপতি রেশম ব্যাপারী, আর্কিটেক্ট এন্ড ইঞ্জিনিয়ারিং কন্সালটেন্ট লিমিটেড এর চেয়ারম্যান মোঃ সানোয়ার হোসেন প্রমুখ।
আলোচনা শেষে মাননীয় প্রধানমন্ত্রীর সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।