
কেক কাটা ও আলোচনাসভার মধ্য দিয়ে সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ হিন্দু পরিষদের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক অনাথ মণ্ডলের সভাপতিত্বে রবিবার বিকেল সাড়ে ৫টায় সোনার বাংলা শপিং সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠণটির শ্যামনগর উপজেলা শাখার সদস্য সচিব উৎপল মণ্ডল, উপদেষ্টা রণজিৎ দেবনাথ, যুগ্ম আহবায়ক ও উপজেলা হিন্দু বিবাহ রেজিষ্টার সুজন কুমার দাশ, যুগ্ম আহবায়ক বিকাশ কুমার ঘোষ, শ্রীনিবাস দাস, হিমাংশু মণ্ডল, বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক ইমন মণ্ডল, গৌরাঙ্গ মণ্ডল, সুমন মণ্ডল, দেবব্রত মণ্ডল, যাদব দাস, সুশান্ত দাস প্রমুখ।