বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় খুলনারোড মোড়স্থ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের পৌর শাখার কার্যালয়ে এ প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। প্রস্ততি সভায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের পৌর শাখার সভাপতি মো. নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা শাখার সহ-সভাপতি মো.আব্দুল আলিম সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের পৌর শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লে. (অব.) মীর রিয়াছাত আলী (ক্যাপ্টেন রাজা), সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাসুদ আলী, পেশকার আব্দুল জলিল। এসময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড সভাপতি হাজী মহসীন মোল্যা, সাংগঠনিক সম্পাদক তৈয়েবুর রহমান, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম, সহ যুগ্ম সম্পাদক মো. আলম, ৫নং ওয়ার্ড সহ সভাপতি হারুন উর রশীদ, অফিস সহকারী মুজিবর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ। সভায় আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালনের লক্ষ্য আলোচনা সভা, কেককাটাসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের পৌর শাখার সাধারণ সম্পাদক মো. কবির হোসেন।