
সাতক্ষীরার শ্যামনগরে মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নূর ইসলাম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় শ্যামনগরের কৈখালি ইউনিয়নের পরানপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নূর ইসলাম একই এলাকার মৃত জিয়াদ আলী গাজীর পুত্র।
নিহতের ছেলে আমিরুল ইসলাম জানান, তার বাবা গোয়াল ঘরের ময়লা অপসারনের জন্য একটি মোটর স্থাপন করেন। তার হাতে পানি থাকায় সংযোগ দেওয়ার জন্য বিদ্যুতের তারে হাত দেওয়া মাত্রই তিনি শক্ খেয়ে পড়ে যান। পরিবারের স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। কৈখালি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম বাদল জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত না করেই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।