মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা  দেবহাটায় সিভিএ গ্রুপের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ   দেবহাটার উপজেলা পরিষদ নির্বাচনের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ভোট গ্রহন সামগ্রী সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে ক্ষুদে ডাক্তার দ্বারা স্বাস্থ্য ক্যাম্প কর্মসূচি পালন সাতক্ষীরা পৌরসভায় সংবর্ধনা ও মতবিনিময় সভায়- আ. ফ. ম রুহুল হক এমপি কালিগঞ্জে ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত আনারস প্রতীকের প্রার্থী সুশান্ত কুমার মন্ডলের গণ সংযোগ  আশাশুনি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে পুলিশের নির্বাচনী ব্রিফিং তালা ও দেবহাটা উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে পুলিশের নির্বাচনী ব্রিফিং মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত 

শ্যামনগরে জলবায়ু সুবিচারের দাবিতে তরুণদের অবরোধ

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৩ বার পড়া হয়েছে

জলবায়ু সুবিচারের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে অবরোধ কর্মসূচি পালন করেছে তরুণরা। বৈশ্বিক জলবায়ু কার্যক্রম সপ্তাহের অংশ হিসাবে সুইডিস পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গর আহবানে সাড়া দিয়ে শুক্রবার বেলা ১১টায় শ্যামনগর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।

ফ্রাইডেস ফর ফিউচার বাংলাদেশ, ইয়ুথনেট ফের ক্লাইমট জাস্টিস, ইসলামি রিলিফ বাংলাদেশ, সিডিও ইয়ুথ টিমসহ বিভিন্ন যুব সংগঠনের সদস্যদের অংশগ্রহণে অবরোধ কর্মসূচি সফল করতে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে শতাধিক তরুণ জলবায়ু কর্মী একত্রিত হয়। পরছ তারা জলবায়ু সুবিচারের দাবি দাওয়া সম্বলিত প্লাকার্ড নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিশ্ব জলবায়ু কর্মসূচি সপ্তাহ উদযাপন কমিটির আহবায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে জলবায়ু ন্যায্যতার দাবিতে বক্তব্যে রাখেন, স্বর্ণকিশোরী ঐশয্য কর্মকার মেঘা, যুব সংগঠক মোমিনুর রহমান, জলবায়ু পরিষদের সদস্য শেফালী পারভীন, স্টেডুন্ট সেলিডারিটি টিমের রাইসুল ইসলাম, সিডিও ইয়ুথ টিমের সদস্য জানাতুল নাইম প্রমূখ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলের মানুষ আজ বিপদাপন্ন। এই বৈশ্বিক সংকট মোকাবেলায় তরুণদের ভূমিকা আরও অর্থবহ করতে জাতীয় পর্যায়ে নীতি নির্ধারণ থেকে শুরু করে তা বাস্তবায়নে তরুণদের সম্পক্ত করতে হবে। একই সাথে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী রাষ্ট্রসমূহকে ক্ষতিপূরণ বাধ্য করতে সোচ্চার হতে হবে।

এ সময় ইয়ুথেনেট ফর ক্লাইমেট জাস্টিসের সাতক্ষীরা জেলা সম্বয়কারী শাহিন আলম বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে গোটা বিশ্ব ঝুঁকির মধ্যে রয়েছে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এই ঝুঁকির মাত্রা সবচেয়ে বেশি। বিশ্ব নেতৃবৃন্দ এই বিষয়টি আমলে নিচ্ছে না। জলবায়ু পরির্বতনের ঝুঁকি হ্রাস করতে এসব দেশের ভূমিকা সংকীর্ণ। প্যারিস চুক্তি প্রণয়নের প্রায় ৫ বছর অতিক্রান্ত হলেও জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় এখনো কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তারা আমাদের ভবিষ্যত ও বর্তমান নিয়ে ছিনিমিনি খেলছে। তাই ২০২৫ সালের মধ্যেই গ্রিনহাউস গ্যাস নিঃসরণের মাত্রা শূন্যের কোটায় নামিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে৷ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী রাষ্ট্রসমূহের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় ও জলবায়ু পরিবর্তনর জন্য ক্ষতিগ্রস্ত মানুষর জন্য আদায়কৃত অর্থ যথাযথভাবে ব্যয় করতে হবে। অবরোধ কর্মসূচিতে সিডিও ইয়ুথ টিমের সভাপতি স ম ওসমান গনি সোহাগের সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্যে রাখেন, ইসলামি রিলিফ বাংলাদেশের তাহসীন আজিজ, ই ক্যাটের প্রতিনিধি ফয়সাল হোসেন প্রমূখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫২ পূর্বাহ্ণ
  • ১১:৫৮ পূর্বাহ্ণ
  • ১৬:৩৩ অপরাহ্ণ
  • ১৮:৪০ অপরাহ্ণ
  • ২০:০৩ অপরাহ্ণ
  • ৫:১৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!