সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বকচরা বাইপাস সড়কের পাশে সকাল বিকাল মাছ বাজারের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২০) বিকাল ৫টায় ১১টায় আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মো. মজনুর রহমান মালি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে সকাল বিকাল মাছ বাজারের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, আলিপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রউফ, কুশখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী হুমায়ন কবীর সাগর, মৎস্য ব্যবসায়ী রাকিব ফিস’র স্বত্বাাধিকারী মো. ফজর আলী প্রমুখ। এসময় দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।