কক্সবাজার আনন্দ মাল্টিমিডিয়া স্কুল প্রাঙ্গনে স্ট্রীটফুড ও ড্রাইফিসন প্রশিক্ষাণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ এবং সাপোর্ট প্রদান করা হয়।
গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকালে ইউএনডিপি এক স্যালেটর ল্যাব এর আর্থিক সহায়তায় উত্তরণ কর্তৃক বাস্তবায়িত “পাইলটিং ব্লু ইকোনোমি কম্পোন্টেস ফর ক্রিয়েটিং ইকনমিক অপারচুনিটিস” (পিবিইসিসিইও) প্রকল্পের আওতায় স্ট্রিট ফুড প্রশিক্ষাণার্থীদের ৩০ জনের প্রতিজনকে স্বাস্থ্য সম্মতভাবে ব্যবসা করার জন্য একটি করে ভ্যান ও এক জোড়া এ্যাপর্ন, ২ টি টুপি, ১ জোড়া হ্যান্ড গ্লোবস ও ১ টি হ্যান্ড টাওয়েল বিতরণ করা হয়। এছাড়া ড্রাইফিস প্রশিক্ষাণার্থীদের ২০ জনের মাঝে প্রতিজনকে ২ টি মাছ শুকাবার জন্য মশারী, একটি ওয়াশিং কন্টিনার, একটি প্যাকেজিং মেশিন, একটি ওজন মাপার মেশিন, ২ জোড়া হ্যান্ড গ্লোবস, এক জোড়া মাছ পরিস্কার করার ব্রাশ, এক জোড়া ওয়াশ এবলক্যাপ, ট্রান্ডপেপারেন্ট, প্লাষ্টিক ব্যাগ ২০টি, রাইস প্লাষ্টিক ব্যাগ ২০টি, ত্রিপল ১টি ও মসকুইটো নেট ১টি বিতরণ করা হয়। উত্তরণের পিবিইসিসিইও প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শাহারিয়া পারভীন লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট আবু মোর্শেদ চৌধুরি খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (কক্সবাজার-৩) এথিন রাখাইন, কক্সবাজার চেম্বার অফ কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওমেন মনোয়ারা পারভীন, চেম্বার অফ কমার্সের ডিরেক্টর আবিদ হাসান সাগর, ইউএনডিপি এর হেড অফ সাব- রবার্ট স্টল ম্যান, একস্যালেটর ল্যাব ইউএনডিপি মিজানুর রহমান, মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দপ্তী শর্মা এবং সহকারী পুলিশ সুপার (টুরিষ্ট) শেহরিন আলম প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন উত্তরণের সংশ্লিষ্ট প্রকল্পের এমএল এন্ড ইডিও মোঃ আনোয়ার হোসেন, ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ আরিফুজ্জামান খান এবং মোঃ জাকির হোসেন মিলন।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে ইউএনডিপি এবং উত্তরণের প্রশংসা করে বলেন, কক্সবাজারের নারী উদ্যোক্তাদের রবিকাশ এবং স্বাস্থ্য সম্মত স্ট্রিট ফুড প্রডাকশন ও বিক্রয়ের ব্যবস্থা, সেই সাথে স্বাস্থ্যসম্মত উপায়ে শুটকি উৎপাদন ও বিপণে কক্সবাজারের অর্থনৈতিক উন্নয়ণে অনেক বড় ভূমিকা রাখবে। পাশাপাশি কক্সবাজারের সামাজিক জীবনমানের উন্নয়ণ ঘটবে। এ সময় তিনি সার্বক্ষণিক এই নবীন ব্যবসায়ীদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।