
নাবালক কিশোরের মোটরসাইকেলের ধাক্কায় মুনসুর সানা (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নোয়াবেকী চৌরাস্তা মোড় এলাকায়। নিহত মুনসুর সানা একই উপজেলার আটুলিয়া ইউনিয়নের বাসিন্দা। তবে বিপদ আঁচ করতে পেরে ঘাতক মোটরসাইকেলটির চালক সজীব হোসেন (১৫) কৌশলে মোটরসাইকেল রেখে পালিয়ে গেছে।
নিহতের নাতি ইমরান হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, তার নানা মুনসুর সানা শনিবার সন্ধ্যার আগে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময় দ্রুতগতির একটি মোটরসাইকেলে তার নানাক ধাক্কা দিয়ে গুরুতর আহত করে। স্থায়ীভাবে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে যাবার পথে তিনি মারা যান।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম বাদল জানান, ‘মোটরসাইকেলটি চালাছিলো একই এলাকার সবুর ঢালীর ছেলে সজীব হোসেন (১৫)। তাকে দ্রুত খুঁজে বের করে আইনর আওতায় আনা হবে। ঘাতক মোটরসাইকলটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত নিহতের পরিবার থেকে মৌখিক অভিযোগ দিলেও কোন লিখিত অভিযোগ করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।