বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এর উদ্যোগে এবং ক্রিশ্চিয়ান এইডের সহায়তায় ইউ এন উইমেনের অর্থায়নে সিলেট ও সুনামগঞ্জ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত নারী ও মেয়ে শিশুদের জন্য বাস্তবায়ন করা হয় “Interim protection arrangements for flood affected most-at-risk women and girlsProject” (“বন্যায় অতি ক্ষতিগ্রস্ত নারী ও মেয়ে শিশুদের জন্য অন্তবর্তীকালীন সুরক্ষা প্রকল্প’’)।
প্রকল্পটির কার্যক্রম শুরু হয় ২০২২ সালের ১৫ আগষ্ট এবং সমাপ্ত হবে ২০২৩ সালের ১৫ জানুয়ারি। উক্ত প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলার ৩টি উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এরমধ্যে দিরাই উপজেলার ৩টি ইউনিয়ন রফিনগর, জগদল ও চরনারচর, ছাতক উপজেলার ৩টি ইউনিয়ন ভাতগাঁও, উত্তর খুরমা ও ইসলামপুর এবং জামালগঞ্জ উপজেলার বেহেলী, ভীমখালী ও জামালগঞ্জ সদর ইউনিয়নসহ সিলেট জেলার অন্তর্গত কোম্পানিগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নে ১টিসহ সর্বমোট ১০টি নারীবান্ধব বহুমুখী অস্থায়ী আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়। বিগত তিন মাস যাবত সবগুলো আশ্রয়কেন্দ্রে সুবিধাভোগীদের জন্য জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। নারীর ক্ষমতায়ন, দুর্যোগে ক্ষতি প্রশমন, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে করণীয়সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রকল্পের আওতায় ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে মোট দশটি ইউনিয়নে ৭ হাজার ১০৩ টি পরিবারের মাঝে ৫শত টাকা করে মোট ৩৫ লক্ষ ৫১ হাজার পাঁচশত টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। উক্ত কার্যক্রম বাস্তবায়নকারী সংস্থা উত্তরণ এর কর্মীগণ প্রত্যন্ত অঞ্চলের সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।