সাতক্ষীরা সদর উপজেলার শিমুল বাড়িয়া উত্তরপাড়া ঈদগাহের উন্নয়নৈ ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু।
সোমবার দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদ থেকে এ অনুদানের চেক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফিংড়ী ইউপি সদস্য মেম্বার মিজানুর রহমান, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, আবুল হোসেন সরদার, শহিদুল ইসলাম প্রমুখ।
এসময় সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু বলেন, ‘আমার নির্বাচনী এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও মন্দিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ অসহায়, দুঃস্থ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছি। আগামী দিনেও এধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।’