সাতক্ষীরা সদর উপজেলার হাজি শামসুদ্দীন মাদ্রাসার উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেছেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু।
রবিবার দুপুরে মাদ্রাসার শিক্ষক আব্দুস সাত্তার ও মিজানুর রহমানের হাতে সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে এ অনুদানের চেক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এড. আজহারুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শেখ এনামুজ্জামান নিপ্পুন প্রমুখ। চেক বিতরণ কালে সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু বলেন, ‘আমি সব সময় আমার এলাকার বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানসহ অসহায়, দুঃস্থ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছি। আগামী দিনেও এধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।’