সাতক্ষীরা তালায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হত দরিদ্রদের জন্য সল্প মুল্যে খাদ্যশস্য বিতারণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে তালা সদর উপজেলা খাদ্য নিয়ন্রক অফিসের আয়োজনে সল্প মুল্যে খাদ্যশস্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্রক অফিসার আবু হেনা মোস্তফা কামাল, ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম, ইউপি সদস্য মীর শাসছুদ্দোহা আকবর কল্লোল প্রমূখ।
উপজেলা খাদ্য নিয়ন্রক অফিসার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে। তালা উপজেলায় ১৪ হাজার ৮শ ৬৬টি কার্ডধারী গরিব অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ৩৭টি পয়েন্টে ডিলারের মাধ্যমে এই চাল বিক্রি করা হচ্ছে।