দীর্ঘ ১৫ বছর পর সাতক্ষীরা সদরের মধুমল্লারডাঙ্গী উন্নয়ন কমিটির প্রচেষ্টায় সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মধুমল্লারডাঙ্গী মধ্যগ্রামের রাস্তার উপর স্থাপনকৃত বিদ্যুতের খুঁটি অপসারণ করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতিতে রাস্তার উপর থেকে জনগণের চলাচলর বাঁধা সৃষ্টি করায় এ খুুঁটি অপসারণ করা হয়েছে। মধুমল্লারডাঙ্গী উন্নয়ন কমিটির সভাপতি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. নুরুল হকের ঐকান্তিক প্রচেষ্টায় রাস্তায় চলাচলের বাঁধা হয়ে থাকা ৩টি বিদ্যুতের খুঁটি অপসারণ এবং ট্রান্সমিটার স্থাপন কাজটি বাস্তবায়ন হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল শিশু কিশোর পরিষদ পৌর শাখার সভাপতি ও মধুমল্লারডাঙ্গী উন্নয়ন কমিটির সভাপতি মো. নুরুল হক, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা লে. (অব.) মীর রিয়াছাত আলী (ক্যাপ্টেন রাজা), যুগ্ম সম্পাদক ও মধুমল্লারডাঙ্গী মসজিদ কমিটির সভাপতি আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, রকি এন্টারপ্রাইজের ম্যানেজার মফিজুল ইসলাম, ফোরম্যান শাহ্ আলম, ৯নং ওয়ার্ড শাখার সভাপতি হাজী মহসীন মোল্লা, নজরুল ইসলাম, নওশের আলী, মো. মঞ্জুরুল, রেজাউল ইসলাম রজা, পেশকার আব্দুস সালাম, লাইনম্যান লিটনসহ মধুমল্লারডাঙ্গী উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ।
স্থানীয়রা জানান, এলাকার সামগ্রিক উন্নয়ন মধুমল্লারডাঙ্গী উন্নয়ন কমিটি কার্যকর ভূমিকা রেখে যাচ্ছে। রাস্তাঘাট নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, পারিবারিক বিরোধ মিমাংশা, বিদ্যুৎ সমস্যার সমাধানসহ সামগ্রিক উন্নয়নে সংগঠনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।