বেসরকারি এনজিও অগ্রগতি সংস্থার আয়োজনে শনিবার অগ্রগতি সংস্থার ট্রেনিং সেন্টারে অত্র সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাসের সভাপতিত্বে জেন্ডার ইস্যুসহ কোভিড-১৯ সম্পর্কে এলাকাবাসীকে সচেতন করার জন্য ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়।
এই ওয়ার্ড সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নগরঘাটা আলীম মাদ্রাসার অধ্যক্ষ জি.এম কওছার আলী, ধানদিয়া ইউ.পি সচিব মোঃ ফারুক হোসেন, ধানদিয়া ইউপির মহিলা সদস্য মর্জিনা খাতুন, ধানদিয়া ইউপির মহিলা সদস্য মোছাঃ ফিরোজা, ধানদিয়া ইউপির মহিলা সদস্য আঞ্জুমানারা, বারপোতা সর: প্রাথমিক বিদ্যালয়ের সহ: শিক্ষক মোঃ সাইফুর রহমান, বারপোতা সর: প্রাথমিক বিদ্যালয়ের সহ: শিক্ষক মোঃ ফিরোজ হোসেন, আগরদাঁড়ী মহিলা আলীম মাদ্রাসার শিক্ষক ডা: নাজমুল কবির প্রমুখ।
নগরঘাটা আলীম মাদ্রাসার অধ্যক্ষ সাহেবের বক্তব্যের ম্যাধমে অনুষ্ঠান শেষ করা হয়।উক্ত ওয়ার্ডসভা পরিচালনা করেন অত্র প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর মাসুম বিল্লাহ সোহাগ।