শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় মা দ ক সে বী স্বামীর অ ত্যা চা র নি র্যা ত ন থেকে নি ষ্কৃ তি পাওয়ার দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন মৌতলা বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা এনবিবিকে আল মদিনা দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন অধ্যাপক ডা. আবদুল ওহাব আজাদ শ্যামনগরে ৩ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল ও ১শ’ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ বিতরণ ওসমান হাদীর মৃত্যুতে সাতক্ষীরায় গায়েবানা জানাজা ও শিবিরের বিক্ষোভ সাতক্ষীরায় স্টিউডেন্টস ট্যালেন্ট এ্যাসিস্ট্যান্স ফোরাম (স্টাফ) এর উদ্যোগে বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হা দী হ ত্যা কা রী দে র বি চা রে র দা বি তে তা লা য় আ গু ন জ্বা লি য়ে বি ক্ষো ভ মি ছি ল! সাতক্ষীরায় জাতি গঠনে শিশু বিষয়ক সাংবাদিকতা শীর্ষক চার জেলার সাংবাদিকদের চারদিনের প্রশিক্ষণ শুরু দুদক উপ-পরিচালক আবদুল ওয়াদুদ এঁর বিদায় সংবর্ধনা ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের গভীর শোক প্রকাশ

কলকাতায় দীধিতির কবিতা সন্ধ্যায় বাংলাদেশের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৩১৮ বার পড়া হয়েছে

“দেখা হলে কোনদিন বলে দেব সব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে একটি সহজ পাঠ’র আয়োজনে এক সন্ধ্যায় দীধিতির কবিতায় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে ভারতের কলকাতা তপন থিয়েটারে দীধিতি চক্রবর্তী’র সভাপতিত্বে দীধিতির কবিতা সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “বাংলাদেশের মানুষ ও পশ্চিম বাংলার মানুষ একই সূত্রে গাঁথা, একটা তার কাঁটার বেড়া অথবা তারকাটা দিয়ে আমাদের আবদ্ধ করে রাখা হলেও সংস্কৃতিতে বেঁধে রাখতে পারেনি। দু’দেশের সংস্কৃতি একই রকম। আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের বন্ধু হিসেবে সহযোগিতা করেছিল। সেজন্য আমরা ভারতবাসীর কাছে চির ঋণী। অনুষ্ঠানে বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারবর্গ, জাতীয় চারনেতা ও মহান স্বাধীনতা যুদ্ধে ও ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।”
দীধিতির কবিতা সন্ধ্যায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন তপন রায় প্রধান, অলোক রায় ঘটক, পল্লব কীর্তনিয়া, জয়ন্ত ঘোষ, দীপক ঘোষ বাংলাদেশ, কৃষ্ণপদ দাস, দিতিপ্রিয়া সরকার প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা এমপি রবি মহোদয়ের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান মাহফুজ প্রমুখ। এক সন্ধ্যায় দীধিতির কবিতায় অংশ নেন সুব্রত গাঙ্গুলী, গোপা চক্রবর্তী, প্রদীপ বড়াল, ইনা বাগচী, ডা. পার্থ সারথি মুখার্জী, শুভায়ন চক্রবর্তী ও জয়িতা ব্যানার্জী প্রমুখ। একটি সহজ পাঠ’র উদ্যোগ এক সন্ধ্যায় দীধিতির কবিতায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপিকে উত্তরীয় পরিয়ে ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান ভারতের কলকাতার অনুষ্ঠানের আয়োজকবৃন্দ। এসময় ভারত ও বাংলাদেশের কবি ও সাহিত্যিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!