শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আয়োজনে পৌর ৯নং ওয়ার্ড সদস্য সাবুর আলী’র মায়ের মৃত্যুতে মাগফিরাত কামনা করে দঝয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. নুরুল হক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ সভাপতি মো. আব্দুল আলিম সরদার, পৌর শাখার সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা লে. (অব.) মীর রিয়াছাত আলী (ক্যাপ্টেন রাজা), মধুমল্লারডাঙ্গী মসজিদ কমিটির সভাপতি আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, ৯নং ওয়ার্ড শাখার সভাপতি হাজী মহসীন মোল্লা, মো. মোস্তফা, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল, মো. আলম, সাংগঠনিক সম্পাদক তৈয়েবুর রহমান, আলমগীর হোসেন, সাবুর আলী, সাইফুল ইসলাম, ৮নং ওয়ার্ড সভাপতি শেখ মুছাসহ বিভিন্ন ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাও. মামুনার রশীদ।