গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ‘কুইক সার্ভিস ডেলিভারি পয়েন্ট’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ তলায় ভূমি সেবা প্রত্যাশীদের আধুনিক পরিসেবা দিতে এ কুইক সার্ভিস ডেলিভারি পয়েন্টের উদ্বোধন করেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি।
স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান পিপিএম (বার), জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.ওসমান গনি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান খান, গোপালগঞ্জ জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মিন্টু বিশ্বাস, সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে নবনির্মিত “কুইক সার্ভিস ডেলিভারি পয়েন্ট” এর মাধ্যমে সেবা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি অনেক কমবে এবং ডিজিটাল পদ্ধতির মাধ্যমে খুব সহজে ও অল্প সময়ের মধ্যেই তারা জমির পর্চা তোলা সহ অন্যান্য সেবা নিতে পারবেন।