করোনা কালীন পরিস্থিতিতে গোপালগঞ্জের সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২ টায় গোপালগঞ্জ প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি।
জেলায় মোট ৩৫ জন সাংবাদিকদের মাঝে প্রতিজনকে ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুুলাহ আল-মাসুদ, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, গোপালগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ফরিদ আহমেদ, মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, বিএফইউজে এর যুগ্ম-মহাসচিব আব্দুল মজিদ, গোপালগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (জি ইউ জে) এর সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময় স্বাস্থ্য বিধি মেনে আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ।
এর আগে বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।