বসুন্ধরা কিংস বিএফএসএফ অ-১৪ একাডেমি কাপ ২০২০ তে অংশগ্রহনের জন্য সাতক্ষীরা ওয়ারিয়র স্পোর্টস একাডেমির প্রথমিক বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সাতক্ষীরা সরকারী কলেজ মাঠে সকাল ৯ টা থেকে প্রাথমিক খেলোয়াড়দের চূড়ান্ত বাছাই কার্যক্রম শুরু হয়। এসময় উপস্থিত ওয়ারিয়র স্পোর্টস একাডেমীর সম্মানিত সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, একাডেমির সহ-সভাপতি সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক অহিদুর রহমান বন্দে, ডিএফএ এর সাধারণ সম্পাদক ও উপদেষ্টা খন্দকার আরিফ হাসান প্রিন্স, সাবেক অধিনায়ক পিন্টু কুমার মিত্র, বিপ্রজীত রায়,নফেরদৌস খোকন, মোজাম্মেল হক, সিরাজ খান এবং ফয়জুল্লাহ।
আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ এর উদ্দেশ্যে খেলোয়াড় বাছাই শেষে তাদের বিভিন্ন দিক-নির্দেশনা দেয়া হয়।তাদের নিয়ে স্থায়ী ক্যাম্প করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাছাইকৃত সকল খেলোয়াড়দের জন্য শুভকামনা জানিয়েছেন ওয়ারিয়র স্পোর্টস একাডেমীর সম্মানিত সভাপতি আ,ন,ম আবু সাঈদ।এবং তিনি সাতক্ষীরা জেলাবাসীর কাছে উক্ত টুর্নামেন্টে সফলতার জন্য দোয়া চেয়েছেন।