সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর সংলগ্ন ঘোষপাড়ার আম বাগানে অভিযান চালিয়ে ১০৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আবুল হাসান খোকা (২০) নামে এক চিহ্নিত মাদক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২০) সকাল ৮টার দিকে ভারত থেকে চোরা পথে ফেনসিডিল নিয়ে আসার সময় তাকে আটক করা হয়। আটক আবুল হাসান খোকা ভোমরার কানপাড়ার চিহ্নিত মাদক চোরাকারবারি শহিদুল ইসলামের ছেলে।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনসিডিলসহ এক জনকে আটক করা হয়েছে।
তবে, এ সময় মাদক পাচারের সাথে জড়িত ভোমরার নুর মোহাম্মদ গাজীর ছেলে সাইফুল ইসলাম (৩০) এবং লক্ষীদাড়ীর জবেদ আলীর ছেলে বাবু (২৫) আরো কয়েক জন পালিয়ে যায়।
এ ঘটনায় আটককৃত আসামি এবং পলাতক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেছে বিজিবি।