সাতক্ষীরা শহরের উপর দিয়ে প্রবাহিত প্রাণসায়ের খালের দু’পাশের অবৈধ স্থাপনা সরানোর কাজ শুরু হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে শহরের বড়বাজার ব্রীজ থেকে ও একই সময় পানি উন্নয়ন বোর্ডের পিছনের ওয়ার্কার্স পার্টির নেতা স্বপন কুমার শীলের বাড়ির পাশ থেকে দু’টি বুলডোজার দিয়ে এ অপসারনের কাজ শুরু করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইদ্রজিৎ কুমার সাহা ও পানি উন্নয়ন বোর্ড এর প্রকৌশলী রাশেদ রেজা বাপ্পি।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইন্দ্রজিৎ সাহা বলেন, পানি উন্নয়ন বোর্ড এর পিছন থেকে নারিকেলতলা পর্যন্ত প্রাণসায়ের খালের দু’ ধারে রয়েছে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও পৌরসভার জায়গা। ইতিপূর্বে প্রাণসায়ের খাল খননের লক্ষ্য কয়েকবার খালের দু’ধার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ নিয়ে প্রতিবন্ধকতা আছে কিনা একথা বলা যাবে না। তাই শুধুমাত্র জেলা প্রশাসনের জায়গা জবরদখলকারিদের চিহ্নিত করে শনিবার থেকে দু’টি বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা ভাঙ্গার কাজ শুরু করা হয়েছে। মাছ ব্যবসায়ি বাবু খানের ঘর গ্যাস সংযোগের জটিলতা থাকায় তারা সময় চাওয়ায় ওই পর্যন্ত অভিযান বন্ধ রাখা হয়েছে। রবিবার সকাল থেকে আবারো অভিযান চলবে।