সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান কে আটক করেছে। আটকৃত মাদক ব্যবসায়ী সাতক্ষীরা সদরের ভোমরা ফুলতলার আফসার আলী গাজীর পুত্র।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার সূত্র জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এঁর দিক নির্দেশনা মোতাবেক গত ১০ সেপ্টেম্বর ২০২০ গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার চৌকশ পুলিশ অফিসার এস, আই ফরিদ হোসেনের, নেতৃত্বে এএসআই জসিম উদ্দিন, কং নজরুল ও সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় ভোমরার ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী আসামী মোঃ মিজানুর রহমান কে ৫০ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা শাখার নবাগত অফিসার ইনচার্জ ইয়াছিল আলম চৌধুরী জানান, আটককৃত আসামীর নামে ডিবি পুলিশ বাদী হয়ে সাতক্ষীরা থানায় মামলা দায়ের পূর্বক তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।