ওয়ারিয়র স্পোর্টস একাডেমির মতবিনময় সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় সাতক্ষীরা চায়না বাংলা শপিং কমপ্লেক্স এর চতুর্থ তলায় দৈনিক যুগের বার্তা পত্রিকার সম্পাদক আ,ন,ম আবু সাঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডি.এফ.এ এর সভাপতি নাসিরুল হক।
ফয়জুল্লাহ খান এর সঞ্চালনায় এই সময় বক্তব্য রাখেন দৈনিক যুগের বার্তা পত্রিকার সম্পাদক আ,ন,ম আবু সাঈদ , ডি.এফ.এ এর সভাপতি নাসিরুল হক , ডি.এফ.এ এর সধারণ সম্পাদক আরিফ হাসান প্রিস্ন, জাতীয় মহিলা ফুটবল দলের কেপ্টেন সাবিনা খাতুন, রেফারি পিন্টু কুমার মিত্র, ইয়াং মহামেডান ক্লাবের প্রতিনিধি সাব্বির আলি, আশরাফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। খেলাধুলা করলে বাচ্চাদের মন ও মননের বিকাশ ঘটে। যে সকল শিশুরা লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করে তারা কখনও খারাপ পথে যেতে পারে না। আমাদের সাতক্ষীরার ছেলে মেয়েরা খেলাধুলায় ইতিমধ্যে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে। সাতক্ষীরায় প্রথম প্রফেশনাল স্পোর্টস একাডেমি হিসাবে ওয়ারিয়র স্পোর্টস একাডেমি আগামীতে সেই ধারাকে আরও বর্ধিত করবে। এই সময় আরও উপস্থিত ছিলেন অহিদুর রহমান বন্দে, সাব্বির আলি,জাফরুল চৌধুরি,বাবলু রহমান,ফেরদাউস খোকন, মোজাম্মেল হক প্রমুখ।