সাতক্ষীরার তালা উপজেলার ৭১টি অস্বচ্ছল পূজা মন্ডপের অনুকূলে নগদ ৩ লাখ ৫৬ হাজার ১০৫ টাকা বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে তালা উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত উক্ত অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। প্রধান অতিথি হিসেবে উক্ত অর্থ তুলে দেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলুর উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নারায়ণ চন্দ্র মজুমদার, সাংবাদিক আব্দুল জব্বার, পূজা উদযাপন পরিষদ নেতা অধ্যক্ষ রামপ্রসাদ দাশ, মনোরঞ্জন মন্ডল, জয়ন্ত পাল, কার্তিক রায়, তাপস ঘোষ, শকর ঘোষ প্রমুখ। সভার শুরুতে মেজর সি আর দত্তের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।