প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল’র পক্ষ থেকে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে।
শুক্রবার ব্রহ্মরাজপুর ইউনিয়নের পানিবন্দি মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। এসময় পানিবন্দি শতাধিক পরিবারে ‘প্রধানমন্ত্রী উপহার’ হিসেবে এ সহায়তা সামগ্রী তুলে দেন নেতৃবৃন্দ।
সাতক্ষীরা জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মাহি আলমের নেতৃত্বে ত্রাণ সামগ্রী বিতরণকালে আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পিপি এড. তামিম আহমেদ সোহাগ, সাবেক ছাত্রনেতা কাজী আক্তার হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম আলী, আ’লীগ নেতা আলমগীর হোসেন, মাসুদ আলী, হাসানুজ্জামান শাওন, আব্দুর রহমান প্রমুখ।