শতভাগ স্বচ্ছতার মাধ্যমে সাতক্ষীরা আশাশুনির খাঁজরা ইউনিয়নের পি এন এফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও সনদপত্রের নাম্বারের ভিত্তিতে বিরাজ মোহন রায় প্রথম স্থান অধিকার করায় তাকে প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করাহয়।
নিয়োগ পরীক্ষার বোর্ডে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লহ আল মামুন এর প্রতিনিধি সাতক্ষীরা সরকারি গার্লস স্কুলের সহকারী শিক্ষক হাবিবুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকি বিল্লাহ এর প্রতিনিধি উপজেলা একাডেমির সুপারভাইজার হাসনুর জামান,স্কুল কমিটির সভাপতি সুকান্তী রায়,স্কুল কমিটির অভিভাবক সদস্য বিধান চন্দ্র।
স্কুল কমিটির সভাপতি সুকান্তি রায় জানান চলতি বছরের ৩০ জুন থেকে স্কুলের প্রধান শিক্ষকের পাদ টি খালি থাকায় বিধি মোতাবেক পাঁচ সদস্যের নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে।