বাংলাদেশ জাতীয়বাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের সঙ্গিতা মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ এড. কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তেব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান।
জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মিলন শিকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক আছাবুর রহমান তুহিন, যুগ্ম আহবায়ক মাহমুদুল হক, জেলা কৃষক দলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, সদর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাহ উদ্দীন, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এড. মাসুদুল আলম দোহার, সাধারণ সম্পাদক আব্দুস সবুর, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনি, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান খোকা, আশাশুনি স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক রুহুল আমিন পাড়, সাংগঠনিক সম্পাদক শিবলু রহমান, যুব দল নেতা আব্দুল আলিম, ফরিদুজ্জামান ফরিদ, কামরুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজীব, সাধারণ সম্পাদক চন্দন, সাংগঠনিক সম্পাদক শেখ রায়হান, তাঁতীদলের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, স্বেচ্ছাসেবক দলের নেতা শেখ আজিজুর রহমান, শেখ মেহেদী উজ্জামান সহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।