সাতক্ষীরা শহর ছাত্রদলের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের দিক নির্দেশনায় ও খুলনা বিভাগীয় টিমের তত্বাবধায়নে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব ও সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বুধবার বিকালে নব গঠিত সাতক্ষীরা শহর ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিবকে বিভিন্ন সহযোগি সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। সাতক্ষীরা শহর ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট এ কমিটির আহবায়ক আয়ুব আলী ও সদস্য সচিব শাহিন ইসলাম।
কমিটির অন্যান্যররা হলেন যুগ্ম আহবায়ক হেলাল হোসেন, ইমদাদুল হক বাবু, মাহফুজুর রহমান মনি, জাহাঙ্গীর হোসেন পলাশ, আল-আমিন, মহিউদ্দিন কোরায়শি, শেখ মাসুদ রায়হান, জিএম মিজানুর রহমান সবুজ, শেখ রাসেল হোসেন। সদস্য আতিক হাসান, অহিদুর রহমান, আরিফুল ইসলাম, রাফিউল করিম, আবু হুরাইয়া খান, সুমন ইসলাম, শরিফুল ইসলাম, আরমান হোসন, নয়ন ইসলাম ও শামীম হোসেন। নব নির্বাচিত আহবায়ক আয়ুব আলী ও সদস্য সচিব শাহীন ইসলামকে অভিনন্দন জানিয়েছে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পর ছাত্রদলের বিভিন্নস্তরের নেতা-কর্মীরা।