বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের ২০১৯-২০ অর্থবছরের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের অনূকূলে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক দেবাশিস সরদার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে। সরকারের উন্নয়ন কর্মকান্ডে দেশের মানুষের ও অবদান রয়েছে। এজন্য সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। গুটি কয়েক মানুষের স্বার্থের জন্য সাধারণ মানুষদের কষ্ট দেওয়া যাবেনা। সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনে খালের উপর গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা দ্রুত সময়ে উচ্ছেদ করা হবে।’
এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মন্জুর হোসেন, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য জিয়াউর বিন সেলিম যাদু ও লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল প্রমুখ। এসময় জাতীয় সমাজকল্যাণ পরিষদের ২০১৯-২০ অর্থবছরের সদর উপজেলার ২০টি বেসরকারি স্বেচ্ছাসেবী ক্লাব ও এনজিও সংগঠনের অনূকূলে ২০ হাজার টাকা করে ৪ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। জেলায় মোট ৭০টি বেসরকারি স্বেচ্ছাসেবী ক্লাব ও এনজিও সংগঠনের অনূকূলে ১৪ লক্ষ টাকার চেক বিতরণ করা হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।