সাতক্ষীরার জেলার তালা থানা ও পাটকেলঘাটা থানা শাখা ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব ও সাধারন সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তালা থানার ছাত্রদলের হাফিজুর রহমান হাফিজকে আহবায়ক ও এসকে ফারুক হোসেনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যন্যরা হলেন যুগ-আহবায়ক মনিরুল ইসলাম, আবুল হাসান মোল্ল্যা, আজমল হোসেন জুয়েল, ইয়াছিন মোড়ল, সাইদুর রহমান, আবুল হোসেন, মোস্তফা আহম্মদ রিপন, সালমান আব্রাহাম, মেহেদী ইমরান, খাদিজা খাতুন, সদস্য- মফিজুল ইসলাম, মাহবুবুর রহমান রানা, মেজবাহুর রহমান নাহিদ, শামীম হোসেন, সাদ্দাম হোসেন, আব্দুল হালিম, ফাহাদ হোসেন, মাসুম বিল্লাহ, সিদ্দিক হোসেন।
অপরদিকে রিজভী আহম্মদকে আহবায়ক ও আবিদ হোসেনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট পাটকেলঘাটা থানা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যন্যরা হলেন, যুগ- আহবায়ক আব্দুস সালাম, আল আমিন, আওলাদ হোসেন, সবুজ গাজী জাকারিয়া মাসুদ, বিল্লাল হোসেন, ইমরান হোসেন, সদস্য- শাহিন আক্তার, আফজাল হোসেন, সবুজ হোসেন, ফিরোজ হোসেন, সাইফুল ইসলাম, ফিরোজ আহম্মেদ, আছাদুল খান, বাপ্পী সরদার, শরিফুল ইসলাম, মেহারব হোসন রিমু, শাহিনুর আলম।
এই কমিটিক আগামী ৬০ দিনের মধ্যে উপজেলার সকল ইউনিট ছাত্রদলের আহবায়ক কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।