গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু (এনডিসি)।
সোমবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে বঙ্গবন্ধু’র প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি বঙ্গবন্ধু ও ‘৭৫ সালের ১৫ই আগষ্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ করোনা থেকে মুক্তি চেয়ে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এসময় স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিকল্পনা অধিদপ্তর গোপালগঞ্জের উপ-পরিচালক মো.আব্দুর রাজ্জাক, জেলা কনসালটেন্ট বি এম মনিরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান মো.সোলায়মান বিশ্বাস, নিবার্হী কর্মকর্তা নাকিব হাসান তরফদার, উপজেলা প.প. কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, মেডিকেল আফিসার মেহেরুন্নেছা প্রমূখ উপস্থিত ছিলেন।
এরপর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপর তিনি টুঙ্গিপাড়া উপজেলা “মা ও শিশু কল্যান” কেন্দ্র পরিদর্শন করেন।