রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কাশিয়ানীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দোয়া মাহফিল ১৩ বছরে পদার্পণ উপলক্ষে সাতক্ষীরায় এসএটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদক ধ্বংস করলো বিজিবি সেনাবাহিনী প্রধানের সাথে রাওয়া’র নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের সাক্ষাৎ  সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে দুই দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন মধ্য রাতে অসহায় শীতার্তদের পাশে দেবহাটার ইউএনও আসাদুজ্জামান দেবহাটায় পজিটিভ প্যারেন্টিং এন্ড ক্যারিয়ার কাউন্সিলিং ও পিঠা উৎসব ভারতে আটক থাকা সাতক্ষীরার ৫ বাংলাদেশি নাগরিকের মুক্তির দাবি পরিবারের শ্যামনগরে ফেনসিডিল, গাঁজা, ইয়াবা ও মদসহ ক্রেতা বিক্রেতা গ্রেপ্তার

সাতক্ষীরায় খুন জকমের হুমকি ধামকির হাত থেকে রক্ষা পেতে এক কৃষকের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৩১২ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় বেমাতা ভাই কর্তৃক জমি লিখে দেয়ার জন্য বায়নাপত্র করার পর জমি বা টাকা ফেরত না দিয়ে উল্টো এক কৃষককে খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি দেয়া ও মিথ্যচার করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সাতক্ষীরা সদর উপজেলার শ্রীপুর (আগরদাড়ি) গ্রামের মৃত আব্দুল লতিফ মোল্যার ছেলে কৃষক মোঃ আব্দুল হাই।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কৃষি কাজের পাশাপাশি আমি পোল্ট্রি খামার করার পরিকল্পনা করি। এমতাবস্থায় আমার বেমাতা ভাই আসাদুজ্জামান ৬ শতক জমি বিক্রির কথা বলেল ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যে নিধার্রণ করে ২০১৮ সালের জুলাই মাস বায়না প্রদান করি। পরে ২ লাখ টাকা ব্যয় করে আমি উক্ত জমিতে একটি মুরগির খামার করে অদ্যবধি ব্যবসা পরিচালনা করে আসছি। গত কয়েক মাস আগে আমার বেমাতা ভাই আসাদুজ্জামান জমি অন্যত্র বিক্রি করছে জানিয়ে আমাকে খামার ভেঙ্গে নিতে বলে। এনিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতিতে শালিসী বৈঠক বসলে পোল্ট্রি খামার, ঘর নিমার্ণ বাবাদ খরচ ও বায়নার টাকাসহ মোট ১ লাখ ৪৫ হাজার টাকা আমাকে দেয়ার শর্তে সেখান থেকে আমার পোল্ট্রি খামার সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু পরবর্তীতে আসাদুজ্জামান শালিসের সিদ্ধান্ত উপেক্ষা করে টাকা না দিয়ে উল্টো আমাক হুমকি-ধামকি দিচ্ছে ও জামায়াত নেতা বানিয়ে হয়রানির চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আব্দুল হাই অভিযোগ করে বলেন, সম্প্রতি জানতে পারলাম আমার মেঝ ভাই আব্দুর রউফের ছেলে আব্দুর রাজ্জাক গোপনে ওই সম্পত্তি ক্রয় করেছে। অথচ মাত্র সাত বছর বয়স আব্দুর রাজ্জাককে ফেলে রেখে তারা পিতা আব্দুর রউফ চলে যায়। সেখান থেকে আমি ও আমার স্ত্রী তাকে কোলে পিঠে করে মানুষ করেছি। এমনকি ভাইপো আব্দুর রাজ্জাকের জাতীয় পরিচয় পত্র পিতা ও মাতার নামের স্থানে আমার ও আমার স্ত্রীর নাম লেখা। আমাদের সাথে প্রতারনা করায় ক্ষোভ দুঃখে আমি তার জাতীয় পরিচয়পত্র থেকে আমাদের নাম পরিবর্তন করে দিতে বললে সে ক্ষিপ্ত হয়ে আমাদেরকে খুন জখমসহ নানাভাবে হয়রানির হুমকি দিচ্ছে।

তিনি আরো বলেন, আমার ধারনা সম্পত্তির ভাগ নেয়ার জন্য কৌশলে রাজ্জাক জাতীয় পরিচয় পত্রে আমাদের স্বামী-স্ত্রীর নাম ব্যবহার করেছে। ছোট বেলা থেকে কোলে পিঠে করে মানুষ করার পর প্রতিষ্ঠিত হয়ে আজ সে আমাদেরকে পথে বসনোর পায়তারা চালাচ্ছে। এমনকি খুন জখমসহ মিথ্য মামলায় জড়িয়ে হয়রানির চেষ্টা চালাচ্ছে। তার সাথে যুক্ত হয়েছে আমার বেমাতা ভাই আসাদুজ্জামান। তারা দু’জন মিলে ওই জমি এবং বায়নার টাকা আত্মসাতের উদ্দেশ্যে এধরনের ষড়যন্র করে যাচ্ছে। আমি আওয়ামী পরিবারের সন্তান হওয়া স্বত্বেও তাদের স্বার্থ হাসিলের জন্য আমাকে একটি বিতর্কিত দলের নেতা বানানোর জন্য পত্র পত্রিকায় মিথ্য তথ্য দিয়ে ভিত্তিহীন একাধিক সংবাদ প্রকাশ করিয়েছে।

তিনি জমির বায়নার টাকা উদ্ধার ও খুন জখমের হুমকি ধামকির হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

বি: দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেল থেকে প্রেরণকৃত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১২ অপরাহ্ণ
  • ১৫:৫৬ অপরাহ্ণ
  • ১৭:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৫৩ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!