সাতক্ষীরার শ্যামনগরে একই পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর গ্রামে এ ঘটনাটি ঘটে।
মৃত্যুবরণকারী দুই শিশু হলো, উপজেলার কাশিমাড়ি গ্রামের আব্দুল হকের কন্যা হালিমা খাতুন শিমু (৪ বছর) ও একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (সাড়ে ৪ বছর)।
স্থানীয়রা জানান, শিশু দুটি বাড়ির পাশে পুকুর ধারে খেলা করছিল। হঠাৎ অসাবধান বশতঃ কখন তারা ওই পুকুরের মধ্যে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুরে কন্যা শিশু হালিমার লাশ পুকুরের পানিতে ভেসে উঠলে তার পরিবারের সদস্যরা তাকে দেখতে পান। এরপর তারা ওই পুকুর নেমে শিমু ও তরিকুলেরও লাশ উদ্ধার করেন। এদিকে, একই সাথে দুই শিশুর মৃত্যুতে তাদের পরিবারসহ গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।