উপকূলীয় মানুষকে বাঁধ ভাঙনে, বন্যা ও জলাবদ্ধতার কবল থেকে মুক্ত করার দাবিতে বুধবার পানি উন্নয়ন বোর্ডের দুটি ডিভিশনকে ঘেরাও করে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি।
বুধবার সকাল ১১টায় বিপুল সংখ্যক নারী-পুরুষ বিভিন্ন উপজেলা থেকে এস এই ঘেরাও কর্মসূচীতে অংশ নেন। তারা জোর দাবি তোলেন কোন দুর্যোগ আঘাত করার আগেই ভাঙনে মেরামতের কোন উদ্যোগ না নেওয়ায় প্রতি বছরেই সাতক্ষীরার লক্ষ লক্ষ মানুষকে এই দুর্ভোগের শিকার হতে হয়।
অবিলম্বে রিং বাঁধ নির্মান করে দুর্যোগ কবলিত মানুষকে রক্ষা এবং তাদের আশ্রয় ও খাদ্য সহায়তার জোর দাবি জানিয়েছেন তারা। আমপানের পর তিন মাস পার হলেও এখন পর্যন্ত বাঁধ নির্মানের কোন কার্যকর ব্যবস্থা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এরই মধ্যে গত ১৯ আগষ্ট কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর জোয়ারের পানিতে শ্যামনগরের গাবুরা ও আশাশুনির প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের ৫০টি গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
জেলা নাগরিক কমিটির সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ঘেরাও কর্মসূচীতে আরও অংশ নেন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি অ্যাড.আবুল কালাম আজাদ, অধ্যক্ষ আব্দুল হামিদ, অ্যাড. আজাদ হোসেন বেলাল, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, জাতীয় পার্টির নেতা আনোয়ার জাহিদ তপন, অ্যাড. মনিরুউদ্দিন, জাসদ নেতা ওবায়দুস সুলতান বাবলু, আলী নূর খান বাবুল, মোমিনুর রহমান প্রমুখ।
ঘন্টাব্যাপী ঘেরাও কর্মসূচী শেষে তারা পানি উন্নয়ন বোর্ডের দুটি ডিভিশনের নির্বাহী প্রৌকশলীর কাছে স্মারকলিপি পেশ করেন। এতে তারা ৩০টি দাবি তুলে অবিলম্বে তা বাস্তবায়নের আহবান জানান।