গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অতি সম্প্রতি কম্পিউটার চুরির ঘটনায় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী রেজিস্ট্রার এবং চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটির সাবেক সদস্য ও সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি নজরুল ইসলাম হীরার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার এর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বেলা ১১ টায় গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি, জিএস, এজিএস সহ ছাত্র-ছাত্রী সংসদের সদস্যবৃন্দ।
এ সময় সাবেক ভিপি ও গোপালগঞ্জ পৌর কাউন্সিলর আতিকুর রহমান পিটু গণমাধ্যমকমীদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন। এর আগে তিনি বঙ্গবন্ধু’র স্মৃতি বিজড়িত কলেজের সাবেক ভিপি নজরুল ইসলাম হীরা’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং কম্পিউটার চুরির ঘটনায় প্রকৃত দোষীদের বিচারের জোড় দাবি জানান।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি এস.এম. মাহমুদ, গাজী সিহাব উদ্দিন, আলিমুজ্জামান আলিম, মোঃ আব্দুল্লাহ আশিক জামান (উপল), মো.শরিফুল ইসলাম, নজরুল ইসলাম হীরা (সাবেক ভিপি ও বর্তমানে বশেমুরবিপ্রবি’র সহকারী রেজিস্ট্রার), সাবেক জিএস মিজানুর রহমান মিজান, শেখ ইব্রাহীম খলিল, আল হোসাইন মামুন, নিহার কান্তি বিশ্বাস, এস.এম.মারুফ রাসেল প্রমূখ উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ও অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো.নজরুল ইসলাম হীরা সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, চোর চক্রকে ধরার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে পুলিশকে সার্বিক সহযোগিতা করার জন্য কতিপয় স্বার্থান্বেষী মহল সমাজে আমাকে হেয় করতে ফেসবুকে আমার বিরুদ্ধে আপত্তিকর, ভিত্তিহীন ও মনগড়া অপপ্রচার চালাচ্ছে। এছাড়া কম্পিউটার চুরির বিষয়টি ভিন্ন খাতে নিতে বিশ্ববিদ্যালয়ের একটি মহল অপচেষ্টা চালাচ্ছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।