সাতক্ষীরা সদরের শাঁখরা কোমরপুর স্লুইচ গেট পরিদর্শণ করেছেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ স্লুইচ গেটের সামনে পৌছালে এলাকার স্থানীয় মানুষ সেখানে সমবেত হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি.এম নুর ইসলাম, সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক (উন্নয়ন) পৌর কাউন্সিলর জ্যোৎ¯œা আরা, নির্বাহী সদস্য আমিরুল ইসলাম মুকুল ও গোলাম মোস্তফা প্রমুখ। এসময় স্থানীয়রা জানান, স্লুইচ গেটের দুই পাশের ৩০টি ডালা সম্পুর্ন্নরুপে নষ্ট হয়ে গেছে। সংস্কার জরুরী হয়ে পড়েছে। জোয়ারে খালের পানি আসলে ভাটিতে নামার আগেই জোয়ারের পানি উঠে ছাপিয়ে যায়। স্লুইচ গেটের অবস্থা এমই খারাপ যে কোন মুহুর্তে স্লুইচ গেটের ডালা ভেঙ্গে সাতক্ষীরা পৌরসভা ও সদরের ৭/৮টি ইউনিয়ন প্লাবিত হতে পারে, সেই সাথে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়বে, হাজার হাজার বিঘা জমির ফসল পানিতে তলিয়ে এবং মৎস্য ঘের ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা স্লুইচ গেট দেখতেও আজ অবধি আসেনি। মানুষের জান মালের ব্যাপারে তাদের কোন মাথা ব্যথা নেই। জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটি ও স্থানীয়দের দাবী যত দ্রুত সম্ভব শাঁখরা কোমরপুর স্লুইচ গেটটি সংস্কার করে ক্ষয় ক্ষতি থেকে মানুষদের রক্ষা করা হোক। এব্যাপারে সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এসময় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।