সাতক্ষীরা জেলা গোয়েন্দা অভযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল ও একটি মটর সাইকেল সহ তিন জনকে আটক করেছে।
আটককৃতদেরনাম সখিনা বেগম, হাসানুর ও শাহীদ হোসেন।তাদের তিন জনের বাড়ি কালিগজ্ঞ উপজেলায়।সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের সুত্র জানায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এঁর দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: মহিদুল ইসলামের নেতৃত্বে ডিবির এসআই ফরিদ হোসেন, এএসআই জসিম উদ্দিন, এএসআই প্রদীপ কুমার, কনস্টেবল তোফায়েল, কনস্টেবল আশিক ও সঙ্গীয় ফোর্স সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়া আশু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল, একটি ডায়াং পিপটি মটর সাইকেল সহ তিন জন কে আটক করতে সক্ষম হয় ডিবির ঐ চৌকস টিম।
আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম জানান আটককৃত আসামীর নামে ডিবি পুলিশ বাদি হয়ে দেবহাটা থানায় মামলা রুজু করেছেন। তিনি আরো জানান মঙ্গলবার সকালে আটককৃতদের বিঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।