জননেত্রী শেখ হাসিনা কে হত্যা চেষ্টায় বর্বরোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত বেগম আইভি রহমান সহ সকল শহীদের স্বরণে সাতক্ষীরায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শহরের ইটাগাছা মোড়ের ৭নং ওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয়ে বাংলাদেশ যুব মহিলা লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এই দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা মোছাঃ সাবিহা হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, সাতক্ষীরা পৌরসভার ৭ং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন (কালু), ৭নং ওয়ার্ড আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আহসান হাবীব লিমু ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শাওন, যুব মহিলা লীগের রুমানা খাতুন, শিউলি খাতুন, স্বপনা খাতুন প্রমুখ।
উল্লেখ,প্রায় দেড় দশক আগে ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়।
সেদিন মূলত আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে বিএনপি-জামায়াত তথা চারদলীয় জোট সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নৃশংসতম গ্রেনেড হামলা চালায়।
বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা সেদিন অল্পের জন্য এই ভয়াবহ হামলা থেকে বেঁচে গেলেও আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমান ও অপর ২৪ জন এতে নিহত হন। এ ছাড়া এই হামলায় আরো ৪০০ জন আহত হন। আহতদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। তাঁদের কেউ কেউ আর স্বাভাবিক জীবন ফিরে পাননি।